গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে: গোলাম পরওয়ার


গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে: গোলাম পরওয়ার

জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে গণভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার, ১০ অক্টোবর, দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল-পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট ও সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না।"

তিনি আরও বলেন, দেশের জনগণ যদি পিআর ব্যবস্থাকে সমর্থন করে, তাহলে সব রাজনৈতিক দলকে সেটি মেনে নিতে হবে। একইসঙ্গে তিনি এটাও স্পষ্ট করেন যে, জনগণ এই পদ্ধতিকে প্রত্যাখ্যান করলে জামায়াতও সেই সিদ্ধান্ত মেনে নেবে।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, পিআর পদ্ধতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বলা হচ্ছে সাধারণ মানুষ এটি বুঝে না। তবে তার মতে, দেশের বেশিরভাগ মানুষ এই ব্যবস্থা চায় এবং এটি বাস্তবায়নে তাদের আগ্রহ রয়েছে।

আলোচনায় আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে।” প্রশাসনে রাজনৈতিক চাপের কারণে নিরপেক্ষতা বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, “বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।”

তিনি ইঙ্গিত করেন, একটি রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বললেও, বাস্তবে তারা নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু করার উদ্যোগে কোনো সহায়তা করছে না। দলটির নাম উল্লেখ না করলেও বলেন, “অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। দলের চেয়ে দেশ বড় মুখে বললেও কাজে- তা প্রকাশ করছে না একটি রাজনৈতিক দল।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×