প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪৯ পিএম, ১০ অক্টোবর ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রয়োজনে আবারও রক্ত দিতে পিছপা হবে না বিএনপি; এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, "ফ্যাসিস্ট সরকার হাসিনা শুধু নয়, মনস্টার হাসিনা; সব কিছু তছনছ করে দিয়ে গেছে। দেশের সব জায়গা ধ্বংস করে দিয়েছে।" তিনি দাবি করেন, বিএনপি বরাবরই গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে, ’৯০ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান তার বড় উদাহরণ।
গত ১৫ বছরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন হয়েছে বলে জানান তিনি। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে নিহত হয়েছেন। ফখরুল বলেন, "৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। বিএনপির এক হাজার ৭৯৯ জনের বেশি গুম হয়েছে।"
তিনি আরও বলেন, এই দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার পরও শিশু ও নারীদের পর্যন্ত হত্যা করা হয়েছে। তবে, দেশে আবারও গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেই পথ একমাত্র সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত সরকারের মাধ্যমে।
বিএনপির মহাসচিব বলেন, "যতই সংস্কার প্রস্তাব দিক, যতই বুদ্ধিজীবীরা কথা বলুক, যতক্ষণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।" তিনি বলেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয় বরং দলের জন্মই সংস্কারের মধ্য দিয়ে। "জিয়ার হাত ধরে সংস্কার শুরু হয়েছে। সংস্কার চলমান প্রক্রিয়া। বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা অপপ্রচার চালিয়ে লাভ হবে না।"
প্রতীক ইস্যুতে চলমান বিতর্ক নিয়ে ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, "অমুক মার্কা না দিলে অমুক মার্কা বাদ দেবে, আমরা তো কোন বাধা দেইনি।" তিনি প্রশ্ন তোলেন, ধানের শীষ প্রতীক নিয়ে এত বিতর্ক কেন? "এটা তো নির্বাচন কমিশনের বিষয়, কাকে কোন মার্কা দিবে তাদের বিষয়। কেন কথা বলছে? কারণ, ধানের শীষ অপ্রতিরোধ্য। তাই ধানের শীষ মার্কা নিয়ে এত চক্রান্ত। ধানের শীষ ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে।"
এরপর সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে স্লোগান দিয়ে বলেন, "মার্কা কোনটা..? ধানের শীষ। ধানের শীষ নিয়ে জয়লাভ করতে হবে।"
ফখরুল বলেন, গণতন্ত্র অর্জন একদিনের কাজ নয়। "কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। অভিজ্ঞতা দরকার, ত্যাগ দরকার, জনগণের কাছে যেতে হবে।"
ঘোষিত সময় অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে বিএনপি- জানিয়ে ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করেন, "ঘোষিত সময় নির্বাচন না হলে নির্বাচন হবে না।"
আলোচনা সভায় তিনি আন্তর্জাতিক ইস্যু নিয়েও বক্তব্য দেন। আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে ইসরায়েলি দখলদার বাহিনী আটক করেছে বলে অভিযোগ করেন তিনি। শহিদুলের মুক্তির দাবি জানিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল আমলাতন্ত্রকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে বিএনপি তা কোনোভাবেই গ্রহণ করবে না।