নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না: গোলাম পরওয়ার


নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না: গোলাম পরওয়ার

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে রাজনৈতিক মাঠের ভারসাম্য নিয়ে। এবার সেই অভিযোগ তুললেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনের আগে দেশের কোথাও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা হয়নি।

শুক্রবার, ১০ অক্টোবর, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী আয়োজিত এক গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, “আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না। পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেককেই দেখা যাচ্ছে, বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এগুলো পরিহার করে নির্বাচনের মানকে সমান ও সমতল করতে হবে।”

তিনি আরও বলেন, নতুন ভোটিং পদ্ধতি হিসেবে আলোচনায় আসা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাংলাদেশে নতুন হলেও আন্তর্জাতিকভাবে এটি জনপ্রিয়। তিনি সরকারের উদ্দেশে বলেন, “পিআর পদ্ধতি নতুন হতে পারে কিন্তু সারা বিশ্বে এই পদ্ধতিটি জনপ্রিয়। আমরা সরকার ও ঐকমত্য কমিশনের কাছে বলতে চাই, আপনারা পিআর পদ্ধতির পক্ষে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করুন।”

সাবেক বাম নেতাদের দিকে অভিযোগের তীর ছুঁড়ে জামায়াতের এই নেতা বলেন, “ফ্যাসিস্টের দোসর মেনন-ইনু ১৭ বছর ধরে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়ে গিয়েছিল। তারা প্রটেকশন না দিলে শেখ হাসিনা এতদিন টিকতে পারত না।” একই অপরাধে জড়িত থাকার দায়ে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তার ভাষায়, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগেই হয়, তা নিশ্চিত করতে হবে। কারোর হস্তক্ষেপে যদি এই খুনিরা বেঁচে যায়, তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না।”

আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, অপরাধীদের বিচার নিশ্চিত করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অনুরোধ জানাচ্ছি।” তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আপনি সরকারের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। আপনি শক্ত থাকবেন, কোনো পক্ষের চাপ পেয়ে আপনি প্রভাবিত হবেন না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×