যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে: আমীর খসরু


যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে: আমীর খসরু

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে।

তিনি জানান, “ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি দেশের জনগণ। জুলাই সনদ বাস্তবায়নে যতটুকু ঐকমত্য হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর যে বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে।”

খসরু আরও বলেন, বিএনপি কিছু বিষয় দিয়েছে যেখানে এখনো ঐকমত্য হয়নি, তা দল মেনে নিয়েছে। তিনি মনে করান, সব দলকেও সেই মানসিকতা রাখা উচিত।

দলের প্রার্থী বিষয়ে তিনি জানান, “কোন দল কী করছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে বিএনপি কবে প্রার্থী ঘোষণা করবে, তা সময় হলে জানা যাবে। দল যাকে ভালো মনে করবে তাকে সবাই সমর্থন দেবে।”

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, “আওয়ামী লীগের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বিএনপির মাথাব্যথা নেই। যে কারও সঙ্গে যে কারও বৈঠক হতেই পারে।”

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর খসরু জানান, বাংলাদেশ-জার্মানির আগামী দিনের সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপি স্পষ্ট করছে, দল কেবল ঐকমত্যপূর্ণ বিষয়ে কাজ করবে এবং নির্বাচনপরবর্তী সময়ে অন্যান্য বিষয় সমাধান হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×