গণভোট ও পিআর দাবিতে জাতি আবারও বিভক্ত হচ্ছে: সালাহউদ্দিন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:০৭ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

জাতীয় এক সংকটকে নিয়ে জাতীয় রাজনৈতিক মঞ্চে পুনরায় বিভাজনের সঙ্কেত দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের আগে গণভোট ও জনপ্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) নিয়ে চলমান দাবিতে দেশ বিভক্তির মুখে পড়ছে।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার পক্ষে সবাই প্রায় একমত। কেউ কেউ বলছে, আগে গণভোট করতে হবে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, সেটা নির্বাচনী চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “জনগণ সুষ্ঠু ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। কেউ অনিয়ম করতে চাইলে জনগণই প্রতিহত করবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।”
রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, “নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রথা ভবিষ্যতের জন্য ভয়ংকর হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়া উচিত।” তিনি যোগ করেন, “জনগণ ৫ আগস্ট জানিয়ে দিয়েছে, দেশে ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক বৈধতার জন্য এটা বিচারিক প্রক্রিয়ায় হওয়া উচিত।”
অলোপথে বক্তৃতায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীলতা ফিরে পাওয়ার একমাত্র উপায় হিসেবে নির্বাচনকে উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের বাইরে কিছু রাষ্ট্র সংস্কারের পথে না হেঁটায় তাদের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু বাংলাদেশে সংস্কারের নামে আমরা নিজেদের ঝামেলা বাড়িয়ে ফেলেছি। মান্নার ভাষ্য, “শ্রীলঙ্কা ও নেপাল সংস্কারের পথে হাঁটেনি, তাই সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা সংস্কারের পথে হেঁটে ঝামেলা বাড়িয়ে ফেলেছি।”
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তীব্র ভাষায় অভিযোগ করেন যে ক্ষমতাসীনদের ওপর যারা ভরসা রেখেছিল তাদের প্রতারণা করা হয়েছে। তিনি প্রশ্ন করছেন উপদেষ্টাদের ভূমিকা নিয়ে। রাশেদ খানের সরাসরি বক্তব্য ছিল, “নাহিদ ইসলামরা যাদের ওপর বিশ্বাস রেখেছে, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। উপদেষ্টারা গণঅভ্যুত্থানের কী বোঝে?”
রাশেদ খান আরও বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে প্রাণ পর্যন্ত উৎসর্গ করা হবে কি না; এমন প্রশ্ন এসেছে; তবে তিনি সন্দেহও প্রকাশ করেন যে আগের প্রশাসনকে রেখেই ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তিনি মন্তব্য করেন যে একই দিনে জাতীয় নির্বাচনের ভোট ও জুলাই সনদ বাস্তবায়নের ভোটে জামায়াত রাজি হয়নি এবং কমিটির ভেতর ঐকমত্য থাকলেও বাইরে তা পরিবর্তিত হয়েছে। রাশেদ আরও বলেন, নীচুকক্ষে পিআর বাস্তবায়ন করা সম্ভব নয় এবং পিআর নিয়ে আন্দোলন ফ্যাসিবাদকে সুযোগ করে দিচ্ছে। তিনি সতর্ক করেন, বিভাজনের পথে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তবে আওয়ামী লীগ ও ভারত তা ব্যাহত করতে পারবে।