তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করলেন অ্যাডভোকেট শিশির মনির


তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করলেন অ্যাডভোকেট শিশির মনির

তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি বাংলা সাক্ষাৎকারকে "বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শুভ সূচনা" হিসেবে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশ্লেষক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সাক্ষাৎকারে শব্দচয়নে ছিলেন অত্যন্ত সতর্ক ও পরিকল্পিত।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির এই মন্তব্য করেন।

তার ভাষায়, "সকালে উঠে বিবিসি বাংলার লাইভ শুনেছি। তারেক রহমান অত্যন্ত গাইডেড কথা বলেছেন। শব্দগুলো একটা থেকে আরেকটা আলাদা করে বলার চেষ্টা করেছেন। কেউ যেন চাইলেও এক শব্দকে আলাদাভাবে ব্যবহার করে ভিন্ন অর্থ তৈরি করতে না পারে। তার এ সাক্ষাৎকার শুভ সূচনা। আমি এটাও মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে তিনি একজন। ফলে তিনি যে কথা বলবেন, যে স্পিরিট শো করবেন, সেটা জাতির জন্য শিক্ষণীয়। এটা আমার অভিমত।"

শিশির মনিরের মতে, একজন রাজনৈতিক নেতার বক্তব্যে পরিপক্বতা এবং কৌশলগত হিসাব-নিকাশ থাকা জরুরি। তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য থেকে মনে হয়েছে, সাক্ষাৎকার দেওয়ার আগে তিনি পেশাদার পরামর্শ নিয়েছেন।

“বিবিসি বাংলার সঙ্গে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিঃসন্দেহে ইতিহাসে দলিল হিসেবে থেকে যাবে,” বলেন শিশির মনির। তিনি আরও বলেন, "তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দচয়ন করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। তিনি চেয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিতর্কের সৃষ্টি না হয়। প্রাথমিকভাবে মনে হয়ে গুড স্টার্ট। বাকিটা সময় বলে দেবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×