মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা


মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

নাটোরের বড়াইগ্রামে এক ৬৯ বছর বয়সী বৃদ্ধা মমতাজ বেগমকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, স্বামীর মৃত্যুর প্রায় এক দশক পার হলেও মমতাজ একাই বসবাস করতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, যারা নিজেদের পরিবারের সঙ্গে আলাদা থাকেন। গৃহস্থালির কাজে সাহায্য করতেন দুই গৃহকর্মী—দিনে সুফিয়া বেগম (৪০) এবং বিভিন্ন জমির দেখাশোনা ও রাতে প্রহরীর দায়িত্বে ছিলেন কাজী আবু শামা (৬১)।

ঘটনার সময়, এশার নামাজ শেষে আবু শামা বাড়িতে এসে দেখেন মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং মুখমণ্ডল থেঁতলানো। আবু শামার চিৎকারে আশেপাশের মানুষরা দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, নিহতের কিছু স্বর্ণালংকার লাপাত্তা। তাদের ধারণা, এটি ডাকাতি উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড।

পুলিশ ঘটনার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে। বড়াইগ্রাম থানা ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী সুফিয়া ও প্রহরী আবু শামাকে থানায় নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, “প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×