নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের পরামর্শ দিলেন এবি পার্টি


নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের পরামর্শ দিলেন এবি পার্টি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতকে একজোট হয়ে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ দুঃখজনক। মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে তারা একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল যদি একজোট ও এক প্রতীকে নির্বাচন করে, তাহলে সমস্যার কোনো কারণ থাকবে না। আমি মনে করি, এটি করলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না।

তিনি আরও বলেন, সবার মনে প্রশ্ন আছে, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়ায় ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে।

মজিবুর রহমানের মতে, দেশের উন্নয়নের আগে রাজনৈতিক দলগুলোকে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একে অপরের বিতর্কে ব্যস্ত থাকায় দেশের কাজ আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার জন্য হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রতিনিধি সম্মেলন সঞ্চালনা করেন শ্রমিক বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানা। সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, এবং কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানও বক্তব্য দেন।

শ্রমিকদের জন্য খাতভিত্তিক কর্মসংস্থান নিয়ে মজিবুর রহমান বলেন, যদি রাজনৈতিক দলগুলো নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে মনোযোগ দেয়, তবে শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরি সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে তাই তারা দেশের গঠনে এগিয়ে আসতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×