তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:১৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ে গিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
পরে সাংবাদিকদের বাবর জানান, তারেক রহমানের ফেরার বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত তিনি দেশে ফিরবেন, আপনারা দোয়া করবেন।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, উনারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতার কোনো ঘাটতি নেই। বিএনপি আইনশৃঙ্খলা উন্নয়নে সরকারকে সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় বাবর আরও জানান, লুট হয়ে যাওয়া সব অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।
ভারতে বসে আওয়ামী লীগ নেতাদের বৈঠক নিয়েও মন্তব্য করেন তিনি। বাবর বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সঙ্গে বৈঠক করছে। সে বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রোববার বিকেল ৪টা ২২ মিনিটে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তবে এ সময়ে তার সঙ্গে কোনো বিএনপি নেতাকর্মীকে দেখা যায়নি।