বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: খন্দকার মোশাররফ


বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার তাদের দাবিতে সাড়া না দিলে আগামী নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, সরকারে যাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত কুমিল্লা বিভাগ গঠন করা হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সবাই কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী ইতিমধ্যেই অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লায় বিভাগ চেয়ে একটি শক্তিশালী প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করতে যাবে। সে লক্ষ্যে আপনারা একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, এসব প্রচেষ্টার পরও যদি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, আমরা সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা জানান, বিগত সরকারের রোষানলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি। অথচ কুমিল্লা বিভাগের জন্য সব কাঠামোগত সুযোগ-সুবিধা বিদ্যমান। তাই কুমিল্লা নামেই বিভাগ গঠন করা আবশ্যক। এছাড়া তারা ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন বাস্তবায়নের দাবিও জানান।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি এবিএম শাহজাহান। বক্তব্য রাখেন এনসিপি মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, বি-বাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস ও বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×