এনসিপিকে নিবন্ধন দিতে ইতিবাচক ইসি: নাসীরুদ্দীন পাটওয়ারী


এনসিপিকে নিবন্ধন দিতে ইতিবাচক ইসি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে দলটির নিবন্ধনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের জানান, “সুখবর আসছে। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। আমরা সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছি। এর মধ্যে কোনো একটি প্রতীক না পেলে এনসিপি পরবর্তী পদক্ষেপ নেবে।”

তবে ইসি এখনো শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। এনসিপি দ্বিতীয়বারের মতো চিঠি দিয়ে সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় এ ধরনের প্রতীক নেই। সেইসঙ্গে আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীকের তালিকাও এখনো সংশোধিত আকারে ভেটিংয়ের জন্য অপেক্ষায় রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×