তলানির দিকে বিএনপি, নির্বাচনে ১০০ আসনের বেশি পাবে না: এনসিপি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বোচ্চ ১০০টি আসন পেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় জামায়াত ও বিএনপিকে ভণ্ডামি না করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব এবং প্রতিটি আসনে জয়ের জন্য লড়ব। তবে বাস্তব পরিস্থিতি বিচার করলে ১৫০ আসনে আমাদের জেতার মতো অবস্থান রয়েছে বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ, সব আসনেই লড়ব।
বিএনপি ও জামায়াত কতটি আসন পাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভোটাররা নির্ধারণ করবেন। তবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না। এখন আপনারা বাস্তব পরিস্থিতি দেখছেন, তারা তলানির দিকে যাচ্ছে।
সংসদে এনসিপি সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না জানতে চাইলে তিনি বলেন, রেশিও অনুসারে সংখ্যাগরিষ্ঠতা আসতে পারে। তবে নারীদের সংরক্ষিত আসন এবং উচ্চকক্ষের প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) হিসাবও যোগ করতে হবে।