আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

  • প্রকাশঃ ০৬:৩৫ পিএম, ২৫ মে ২০২৫

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্য নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্য জনপ্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি।’

রবিবার (২৫ মে) রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডন থকে ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

দেশে বিদেশে সম্মানিত, দক্ষ ও যোগ্যব্যক্তি এবং অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, ‘এই লক্ষ্য আমরা যারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম তারা সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে-বিদেশে সম্মানিত দক্ষযোগ্য ব্যক্তি ও অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×