মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ স্থানীয় আওয়ামী নেতার বিরুদ্ধে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ষ্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলাটি বিগত- ১৫ জানুয়ারী ২০২৩ তারিখে কাফরুল থানায় দায়ের করা হয়। এ বিতর্কিত মামলা জাকির হোসেন এর চাচাতো ভাই ও আওয়ামী নেতা শাহাদাতের পরামর্শে তাদের ব্যবসায়ীক পার্টনার কাজী সাজিদুর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে কাজী সাজিদুর কানাডা থেকে জানান, শাহাদাত এবং রাসেল মিয়া তার ব্যবসায়ীক পার্টনার। ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং পূর্ব শত্রুতার জের ধরে তাকে শাররীক ভাবে নির্যাতন করে এই আওয়ামী নেতারা। তাদের অব্যাহত হুমকির মুখে তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানান। তিনি আরো বলেন, নির্যাতন এবং হেনস্থার উদ্দেশ্যেই এই ডিজিটাল আইনে মামলা করা হয়েছে তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই এ মামলা হয়েছে এবং তিনি পুলিশ এর কাছ থেকে কোন সাহায্য পাননি বলে জানান।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ জানান, একটি মামলা রুজু হয়েছে এবং তা তদন্তাধীন। এ ব্যাপারে জাকির হোসেন কোন মন্তব্য করতে রাজী হননি।