
পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) এক পোস্টে জানানো হয়েছে, হাইকমিশনে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। শাহবাজ শরিফ খালেদা জিয়ার পরিবার, তার রাজনৈতিক দলের কর্মী ও বাংলাদেশের জনগণের প্রতি পাকিস্তানের সরকার এবং জনগণের পক্ষ থেকে “আন্তরিক সমবেদনা” জানান এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন।
বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন। চিকিৎসকদের সর্বশেষ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার জটিলতা অতিক্রম করা যায়নি, এবং ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরের দিন বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টায় তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।