
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘বিগত তিন নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ যে পর্যবেক্ষক সংস্থাগুলো ছিল, তাদের এবারের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়নি।’
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ এসব তথ্য জানান। অনুষ্ঠানে নতুন একটি নির্বাচন প্রকল্প উদ্বোধন করা হয়, যার লক্ষ্য নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করা।
নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের “তৃতীয় চক্ষু” হিসেবে কাজ করেন। নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশন নাগরিক পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
পর্যবেক্ষকদের বয়সসীমা নিয়ে তিনি জানান, এবার ন্যূনতম বয়সসীমা ২১ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া তিনি অল্প বয়সী পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণ ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালী করে নির্বাচন পর্যবেক্ষণকে আরও কার্যকর ও স্বচ্ছ করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।