
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চারাবটতল এলাকার গোল বক্সের শওকত আলীকে (বয়স আনুমানিক ২৮) সেনাবাহিনী আটক করেছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে তাকে স্থানীয় একটি ভবন থেকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী জানায়, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। সম্প্রতি তিনি হাতে পিস্তল নিয়ে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসার পর টাস্কফোর্স-৪ ও ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।
আটক শওকত আলীর বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবির অস্ত্র উদ্ধার করা যায়নি। সেনাবাহিনী জানান, অস্ত্র না থাকার কারণে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।