
কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকায় প্রয়াত আবুল কাশেমের স্মৃতিতে এই আয়োজন করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগীরা দৌড় প্রতিযোগিতায় অংশ নেন।
এই প্রতিযোগিতা উপভোগ করতে এলাকার মানুষসহ আশপাশের জেলা থেকে আগত কয়েক হাজার দর্শক ভিড় করেন। শিশু-কিশোর, নারী ও পুরুষ মিলিয়ে জমায়েত হয় হাজারো মানুষের। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দর্শকদের মুগ্ধ করেছে।
প্রতিযোগিতা সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার ও এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, হাতিয়া ইউনিয়ন বিএনপি শাখার আহ্বায়ক আব্দুল বাতেন ও সদস্য সচিব ওসমান গনি মুকুল, এবং গাজীপুর মহানগর মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক কোহিনুর কনক।
প্রতিযোগিতায় অংশ নেয় নওগাঁর ধামইরহাট উপজেলার হালিমা খাতুনের ঘোড়াসহ বিভিন্ন এলাকার ঘোড়া।