
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে এবার সাত দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে মোতায়েন থাকবে। ১২ ফেব্রুয়ারি ভোটের জন্য ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন মোট সাতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
ভোটের নিরাপত্তা ও বাহিনীর সংখ্যা:
এবারের নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার রয়েছেন। ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে মোট দুই লাখ ৬০ হাজার ভোটকক্ষ বসানো হবে।
প্রাথমিক সভায় জানানো হয়, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
মোট সাত লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী সদস্য এবারের ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজার, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবে।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণা করেন। এর পরের দিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর দু’টি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সচিবসহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।
তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘আইনশৃঙ্খলা বিষয়ক পরিপত্র’ জারি করেছে।