
দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনেও ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে কনস্যুলার ও ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এবার থেকে শুধুমাত্র ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতের নাগরিকদের জন্য পর্যটক বা অন্যান্য সকল ধরনের ভিসা সেবা বন্ধ থাকবে। এই পদক্ষেপ গ্রহণের পেছনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ভারতের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, “ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা স্থগিত করা হয়েছে।”
এর আগে ২২ ডিসেম্বর, দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও একই ধরনের সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছিল। এরপর থেকে এসব স্থানে ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ রয়েছে।