ইসির নতুন প্রতীক তালিকায় বাদ গেল লাউ-বেগুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৫০ এম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতির পাশাপাশি পরিবর্তন এসেছে প্রতীকের তালিকায়। নির্বাচন কমিশন (ইসি) নতুন করে প্রতীক সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে, যেখানে আগের তালিকা থেকে কিছু প্রতীক বাদ দিয়ে যুক্ত করা হয়েছে নতুন কয়েকটি প্রতীক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৫ সেপ্টেম্বর ইসি ১১৫টি প্রতীকসহ একটি গেজেট প্রকাশ করেছিল। সর্বশেষ সংশোধনে ১৬টি প্রতীক তালিকা থেকে বাদ দিয়ে নতুনভাবে ২০টি প্রতীক যুক্ত করা হয়েছে। ফলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি।
বাদ পড়া প্রতীকগুলো হলো:
ফ্রিজ, বেঞ্চ, ফুলের টব, তরমুজ, বাঁশি, টিফিন ক্যারিয়ার, কলা, খাট, চার্জার লাইট, তবলা, বেগুন, বেলুন, লাউ, শঙ্খ, স্যুটকেস এবং উটপাখি।
নতুন যুক্ত হওয়া প্রতীকগুলো হলো:
শাপলা কলি, টেবিল ল্যাম্প, টর্চ লাইট, ফুলের ঝুড়ি, পালকি, পানির ট্যাব, পাগড়ি, দোতলা বাস, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক, ড্রেসিং টেবিল, তালা, বেবি ট্যাক্সি, রেল ইঞ্জিন, চিরুনি, ট্রাক্টর ও উট।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ আরও সংশোধন এনেছে।”
এতে আরও বলা হয়, “উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১)-এর পরিবর্তে নতুন উপবিধি (১) প্রতিস্থাপন করা হলো। এই বিধির অন্যান্য শর্ত সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীনে স্থগিতকৃত প্রতীক ছাড়া নিম্নবর্ণিত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী একটি প্রতীক বরাদ্দ করা হবে।”
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    