খিলক্ষেত থেকে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার


খিলক্ষেত থেকে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান খান স্বাধীনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা টিফিনবক্সের ভেতর থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে খিলক্ষেতের যাত্রীছাউনি সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার অপর দুজন হলেন ছাত্রলীগ কর্মী মো. সাগর ও মো. রাব্বি।

পুলিশের ভাষ্য, তারা এলাকায় মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল, যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা ছিল। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতার সহায়তায় যাত্রীছাউনি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×