ফের স্বর্ণের দাম কমলো দেশের বাজারে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:৪৩ এম, ৩১ অক্টোবর ২০২৫
 
                                এক দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সমন্বয়ের ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ টাকায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত স্বর্ণের দাম হ্রাস করা হয়েছে।
নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৯৫ টাকায়, যা এর আগে ছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। সংশোধিত মূল্য তালিকা শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এ সমন্বয় আনা হয়েছে। তবে মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারে অবস্থান করছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে প্রায় এক লাখ ৯১ হাজার টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকায়, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকায়।
 
                        
                     
                             
                             
                             
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    