১৪ মাস কর্মস্থলে অনুপস্থিত, বরখাস্ত ডিবির অতিরিক্ত উপ-কমিশনার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:০২ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
কর্মক্ষেত্রে টানা ১৪ মাস অনুপস্থিত থাকার কারণে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে এন্টি টেরোরিজম ইউনিটে নিয়োজিত আছেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ডিবিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে অভিযুক্ত হন।
সেজন্য একই বিধির ১২(১) উপবিধি অনুযায়ী তাকে ওই তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।