ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কখনও কখনও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা ৭৭ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।