টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:২০ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধের উদ্যোগ হিসেবে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনের সিইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম উপস্থিত ছিলেন।
ইসি সূত্র জানায়, বৈঠকের মূল লক্ষ্য ছিল টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিদ্বেষমূলক প্রচারণা রোধ করা। তবে, বৈঠক সম্পর্কে জানতে চাইলে টিকটকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্ট ইসি কর্মকর্তারাও এটিকে নিছক সৌজন্যমূলক বৈঠক হিসেবে বর্ণনা করেছেন।