ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা


ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরেই ঘোষণা করা হবে, এবং এ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধি।

প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকালীন পদায়ন শুরু হবে ১ নভেম্বর থেকে। তবে এবারের নির্বাচনে গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না।

এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচন পরিচালনায় নতুন দায়িত্বশীল দল নিয়ে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×