সচিবালয়ের সামনে ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫০
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৪৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ‘ভুখা মিছিল’ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষকরা। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৯ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটের দিকে প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষকরা সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “পুলিশের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন, কিছুজন এখনও চিকিৎসাধীন।”
সংঘর্ষের পর প্রেসক্লাব ও সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।