সরকারি চাকরিজীবীদের ঈদের বোনাস দ্বিগুণ করার প্রস্তাব


সরকারি চাকরিজীবীদের ঈদের বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য ঈদ বোনাস দ্বিগুণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় পে কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংগঠনটি এই প্রস্তাব উপস্থাপন করে।

বিএফএ প্রস্তাব করেছে, সরকারি কর্মীদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হোক। একই সঙ্গে সব গ্রেডের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করারও দাবি করা হয়েছে।

লিখিত প্রস্তাবে সংগঠনটি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় নির্ধারণ করা হোক। এছাড়া হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রীট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

শিক্ষা ভাতার ক্ষেত্রে সংগঠনটি প্রস্তাব করেছে, একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা প্রদান করা হোক। চিকিৎসা ভাতা মাসে ৫ হাজার টাকা, টিফিন ভাতা মাসে ৩ হাজার টাকা এবং বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার প্রস্তাব করা হয়েছে। বার্ষিক বেতন বৃদ্ধি ১০ শতাংশ এবং পেনশন ১০০ শতাংশ করার কথাও উল্লেখ করা হয়েছে।

বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মচারীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথাও প্রস্তাবে উল্লেখ রয়েছে।

বিএফএ আরও প্রস্তাব করেছে, প্রতি পাঁচ বছর অন্তর পে কমিশন পুনর্গঠন করে মূল্যস্ফীতি ও জীবনের ব্যয়ের ভিত্তিতে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা আপডেট করা হোক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×