টানা পাঁচদিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস


টানা পাঁচদিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

দেশজুড়ে নতুন করে টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মস্থা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে।

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের পর দুর্বল হয়ে প্রথমে সাধারণ ঘূর্ণিঝড়ে এবং পরে গভীর নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বহু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিও নামতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও সিলেটের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের কিছু স্থানে একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এ সময় দেশে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায়ও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। রংপুর ও ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না।

রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×