মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ


মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু নিয়ে হাইকোর্ট কঠোর পদক্ষেপ নিয়েছে। আদালত নিহত আবুল কালামের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে ব্যাখ্যা দিতে রুল জারি করেছেন। পাশাপাশি মেট্রোরেলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে দাবি করা হয়, এসব বিয়ারিং প্যাডের মান যথাযথভাবে পরীক্ষা করা জরুরি। একই সঙ্গে ফার্মগেট দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পৃথক আরেকটি রিটও দাখিল করা হয়।

গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (২৬) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×