পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১,৫১৫ জন গ্রেপ্তার


পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১,৫১৫ জন গ্রেপ্তার

দেশজুড়ে পুলিশের তৎপর অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় ১,৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১,০৩৩ জন, আর বাকি ৪৮২ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই বিশেষ অভিযান চলমান থাকবে।

অভিযান চলাকালীন পুলিশ বেশ কয়েকটি অস্ত্রও জব্দ করেছে। উদ্ধারকৃত সামগ্রীতে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি পুরাতন রিভলভার, ২টি দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ১টি দেশীয় এলজি, ১টি পুরাতন মরিচাযুক্ত দেশীয় এলজি, ১টি স্টিলের ধারালো ছুরি, ২টি সুইচ গিয়ার ছুরি, ১টি কাঠের বাট যুক্ত কিরিচ এবং ৫টি কিরিচ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×