তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে বিভ্রান্তি, অবস্থান স্পষ্ট করে সরকারের বিবৃতি


তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে বিভ্রান্তি, অবস্থান স্পষ্ট করে সরকারের বিবৃতি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের কিছু বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ‘বিভ্রান্তি’ তৈরি হয়েছে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে সরকারের অবস্থান সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশের পর কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে।

সরকার আরও উল্লেখ করেছে যে, গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে; এটি সঠিক নয়। বরং, সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

তাছাড়া, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×