রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার


রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি হ্রাসে পদক্ষেপ নিচ্ছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে।” একই সঙ্গে তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া যতটা সম্ভব সংক্ষিপ্ত করা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।

২৫ অক্টোবর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব তথ্য জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা নিরূপণে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। তিনি জানান, “ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা এসে তদন্ত করবেন এবং ঘটনার কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×