দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই: ইসি মাছউদ


দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই: ইসি মাছউদ

দেশে সুষ্ঠু নির্বাচনের বিকল্প আর কিছু নেই বলে সাফ জানিয়ে দিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে নির্বাচন কমিশনের আর পেছনে ফেরার উপায় নেই।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কমিশনার মাছউদ।

তিনি বলেন, “নির্বাচনের ব্যাপারে দেশের মানুষের মধ্যে একটা ‘কিন্তু’ তৈরি হয়ে গেছে। অভিযোগ আছে, ভোটটা রাতেই হয়ে গেছে। এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো করতে না পারি, তাহলে বিশ্বের কাছে আমরা জাতি হিসেবে লজ্জিত হবো। আমরা নিন্দনীয় অবস্থায় চলে যাবো।”

কমিশনারের বক্তব্যে উঠে আসে দেশের নির্বাচন ব্যবস্থা ঘিরে জনমনে তৈরি হওয়া সংশয়ের বিষয়টি। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো উপায় নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই ভালো নির্বাচন করতেই হবে।”

প্রশিক্ষণে অংশ নেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন যেন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় বলেও জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×