শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা


শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবিগুলো সরকার ন্যায্য বলে মনে করে। তবে দেশের দীর্ঘদিনের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে দাবি বাস্তবায়নে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যে অর্থনীতিতে ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।”

চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আগামী বছরের জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রেক্ষিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় অংশ নিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এই প্রক্রিয়ায় শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আন্দোলনে থাকা শিক্ষকরা পুনরায় শ্রেণিকক্ষে ফিরে এসে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে আগের মতোই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×