দিনটি ঐতিহাসিক, আমি সৌভাগ্যবান: শিক্ষা উপদেষ্টা


দিনটি ঐতিহাসিক, আমি সৌভাগ্যবান: শিক্ষা উপদেষ্টা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তকে শিক্ষা খাতের এক ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে অভিহিত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতিপত্র জারি হওয়ার পর এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে অধ্যাপক আবরার জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন, যার ন্যূনতম পরিমাণ হবে ২ হাজার টাকা। পরবর্তী পর্যায়ে জুলাই ২০২৬ থেকে এই ভাতা বৃদ্ধি পেয়ে ১৫ শতাংশে উন্নীত হবে।

তিনি বলেন, “আজকের দিনটি শিক্ষা খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সম্মানিত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষকরা সমাজে সর্বোচ্চ সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়ন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই বিশ্বাস থেকেই সরকার এমন একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা উপদেষ্টা জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ ছিল না। নানামুখী মতভেদ ও প্রশাসনিক জটিলতা পেরিয়ে শিক্ষা মন্ত্রণালয় ধৈর্য, নিষ্ঠা ও বাস্তবতা বিবেচনায় সমাধানের পথ তৈরি করেছে। এ প্রক্রিয়ায় বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার সঙ্গে নিবিড় সমন্বয় ছিল বলেও জানান তিনি।

অধ্যাপক আবরার বলেন, “এ অর্জন কারও একক প্রচেষ্টার ফল নয়। শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করেছে, আর সরকারও দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। সংলাপ ও পারস্পরিক সমঝোয়ার মাধ্যমেই এই সফলতা এসেছে।”

সবশেষে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “এখন সময় শ্রেণিকক্ষে ফেরার। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমরা যেন শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে পারি—এই হোক আজকের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রকৃত সাফল্য।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×