শাহজালাল বিমানবন্দরে আগুন: রাতের মধ্যে ফ্লাইট চালুর আশা উপদেষ্টার


শাহজালাল বিমানবন্দরে আগুন: রাতের মধ্যে ফ্লাইট চালুর আশা উপদেষ্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে বন্ধ থাকা ফ্লাইট চলাচল আবারো শুরু হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার পর আগুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, রাতে ফ্লাইট চলাচল পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি বললেন, "বিমানবন্দরের রপ্তানিকারক কার্গো ভিলেজ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।"

বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। এর প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টা ১০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে ইলেকট্রনিক্স গোডাউনে। কিছুক্ষণ পরেই আগুন দাহ্য পদার্থ সংস্পর্শে এসে কেমিক্যাল গোডাউনে প্রবল রূপ নেয়।

এই ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো কার্গো ভিলেজ আগুনে ঘিরে ফেলা হয় এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×