উত্তরায় ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন


উত্তরায় ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া আগুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তরা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এই এলাকায় প্রবেশাধিকার শুধু কার্ডধারী ব্যক্তিদের সীমাবদ্ধ রাখা হয়েছে, অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।”

তবে শুধুমাত্র পুলিশ সদস্যরাই নয়, উত্তরা বিভাগের ছয়টি থানার পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও সম্মিলিতভাবে নিরাপত্তা তৎপরতায় যুক্ত রয়েছেন।

ডিসি মহিদুল ইসলাম আরও জানান, “কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×