৫ ঘণ্টায়ও বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে আসেনি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় শনিবার দুপুরে লেগে যাওয়া ভয়াবহ আগুন ৫ ঘণ্টা পেরিয়েও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসতে পারেনি। আগুনের তাণ্ডবে আমদানি করা ওষুধ, টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি, গার্মেন্টস পণ্যসহ নানা মূল্যবান মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে কার্গো ব্যবস্থাপনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যক্রম শিগগিরই পুনরায় শুরু হবে কি না তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে কার্গো সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের সূত্রপাত স্কাই ক্যাপিটালের গুদাম থেকে হয়েছে। এক কর্মকর্তা, যার নাম প্রকাশ করা হয়নি, জানান, “আমরা যতটুকু জানতে পেরেছি, স্কাই ক্যাপিটালের গুদাম থেকে আগুনের উৎপত্তি। সেখানে কেমিক্যাল থাকার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “কার্গোর ৩ নম্বর গুদাম এবং কার্গো ভিলেজ পুড়ে গেছে। আগুনের তীব্রতা ও ভয়াবহতা স্মরণকালের মধ্যে এমন ঘটেনি। গার্মেন্টস পণ্য, ওষুধ, কেমিক্যাল, টেলিকমিউনিকেশন যন্ত্রপাতিসহ মূল্যবান আমদানি করা মালামাল পুড়ে গেছে। পুরো কার্গো অচল। এটি ঠিক করতে সময় লাগবে।”
ঢাকা কাস্টমস হাউজ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খাইরুল আলম ভূইয়া মিঠু বলেন, “স্মরণকালের ভয়াবহ ক্ষতির মুখে পড়লাম। আমদানি করা সব মূল্যবান মালামাল পুড়ে গেছে। কার্গো ব্যবস্থাপনা এখন অচল প্রায়। যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে।”
তিনি আরও জানান, “হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এটি কীভাবে পূরণ হবে; তা বলা সম্ভব নয়।”
উল্লেখ্য, ১৮ অক্টোবর দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থাও তৎপর রয়েছেন।