শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবটের ব্যবহার


শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবটের ব্যবহার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ছড়িয়ে পড়া আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা কমাতে বিশেষ প্রযুক্তির আশ্রয় নিয়েছে ফায়ার সার্ভিস। প্রথমবারের মতো ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট।

শনিবার, ১৮ অক্টোবর সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে, এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র। দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে, সে জন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে।”

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শিল্প কারখানা, গুদাম কিংবা তেল ও গ্যাস সংরক্ষণ স্থাপনাগুলোর মতো বিপজ্জনক এলাকাগুলিতে আগুন নেভাতে রোবটটির ব্যবহার অত্যন্ত কার্যকর। কারণ এই ধরনের স্থানে মানুষ সরাসরি প্রবেশ করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। রিমোট কন্ট্রোলে চালিত এই যন্ত্রটি শক্তিশালী ফ্যান ও পানির জেট প্রযুক্তির মাধ্যমে আগুনের প্রচণ্ড তাপ কমিয়ে আনে এবং ধোঁয়া ও গরম বাতাস সরিয়ে দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×