ডিএনসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৮ পরীক্ষার্থী বহিষ্কৃত


ডিএনসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৮ পরীক্ষার্থী বহিষ্কৃত
ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির ঘটনা সামনে এসেছে। ১৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত এই পরীক্ষা থেকে ১৮ জন পরীক্ষার্থীকে অসদাচরণের কারণে বহিষ্কার করে দণ্ড প্রদান করা হয়েছে।

ডিএনসির সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, সিপাহি পদে মোট ১,০৮২ জন এবং ওয়্যারলেস অপারেটর পদে ১২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিএনসি প্রতিটি পরীক্ষার ফলাফল একই দিনে প্রকাশ করে থাকে। এছাড়া, পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমকে ব্যাপকভাবে জোরদার করা হয়, যাতে যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হয়।

পরীক্ষার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ প্রতারণাচক্র শনাক্ত করে ডিএনসি কর্তৃপক্ষ। পরীক্ষার দিন অভিযানে তাদের কার্যক্রমে সফলতা আসে, যেখানে ৫ জন পরীক্ষার্থীকে প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার সরঞ্জামসহ এবং ১৩ জন প্রক্সি পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদের দণ্ড প্রদান করেন।

ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে সকল নিয়োগ পরীক্ষায় এই ধরণের অনিয়ম এড়াতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে দেশের মাদকবিরোধী কর্মকাণ্ডে যোগ্য প্রার্থীরাই সুযোগ পান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×