চার ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের আগুন


চার ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের আগুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দুপুরে ভয়াবহ আগুন লেগে যায়, যা চার ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।"

তবে ওই সময় কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় আগুন এখনও দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে যাতে বিমান চলাচল ব্যাহত না হয়। আগুনের মূল কেন্দ্র ছিল কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে কোনো প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আগ্নিকাণ্ডের সূত্রপাত হয় শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ইউনিট যোগ দেয়। সর্বশেষ খবর অনুযায়ী, মোট ৩৬টি ফায়ার সার্ভিস ইউনিট এই কাজে নিয়োজিত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×