অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইতালির


অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইতালির

বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীরা রোমে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণের পাশাপাশি অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে ইন্টেরিয়র মিনিস্টার মাতিও পিয়ানতিদোসি নেতৃত্ব দেন।

আলোচনায় অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি অগ্নি দুর্ঘটনার তদন্ত দক্ষতা বৃদ্ধির বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার প্রতিরোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত অভিযান চালানোর বিষয়ে সম্মত হন।

বৈঠকে মানব পাচার প্রতিরোধে যৌথ টাস্কফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আর্থিক অপরাধ মোকাবিলায় পারস্পরিক আইনি সহায়তা চুক্তি এবং প্রত্যর্পণ চুক্তি করার প্রস্তাবও উঠে আসে।

এছাড়াও ফরেনসিক তদন্ত এবং সম্পদ পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ইতালি বাংলাদেশের অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধি করতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের আশ্বাস প্রদান করেছে।

বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা এই সহযোগিতা ভবিষ্যতের অংশীদারিত্বের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে মূল্যায়ন করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×