শাহজালাল বিমানবন্দরে আগুন: ১৫ আনসার ও ৭ ফায়ার সার্ভিস সদস্য আহত


শাহজালাল বিমানবন্দরে আগুন: ১৫ আনসার ও ৭ ফায়ার সার্ভিস সদস্য আহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর ২২ জন সদস্য আহত হয়েছেন। শনিবার দুপুরে শুরু হওয়া এই আগুন নেভাতে গিয়ে আহতদের মধ্যে ১৫ জন আনসার ও সাতজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন।

বিকেলে আনসার ও ভিডিপি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান সাংবাদিকদের জানান, বর্তমানে শাহজালাল বিমানবন্দরে এক হাজারের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সাত সদস্যও আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনটির কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূচনা হয় শনিবার দুপুর আড়াইটার দিকে। দমকল বাহিনীর মোট ৩৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করে। তাদের সঙ্গে যুক্ত হয় বিমানবাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও। পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি প্লাটুন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো আগুন পুরোপুরি নেভানো যায়নি।"

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ফলস্বরূপ, ঢাকাগামী অন্তত আটটি ফ্লাইট বিকল্প হিসেবে অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×