শাহজালাল বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলে আগুন


শাহজালাল বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে উত্তর দিকের ফ্লাইওভারের উপরে একটি মোটরসাইকেলে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রোজিনা আক্তার।

তিনি জানান, আশেপাশের সব ইউনিট বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে ব্যস্ত থাকায় সেখানে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এর আগে সন্ধ্যা সাতটার পর ফ্লাইওভারের উপর একটি গাড়িতে দাউ দাউ আগুন জ্বলতে দেখা যায়, যা পরে একটি মোটরসাইকেল বলে নিশ্চিত হয়।

অন্যদিকে, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ। তিনি বলেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।"

ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন থেকে মোট ৩৭টি ইউনিট কার্গো ভিলেজের আগুন নেভাতে কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×