জুলাই জাতীয় সনদ নিয়ে অনিশ্চয়তা, জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠানের আগে রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে। যদিও সব দলই গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তায় একমত, ভোটের দিন, সময় এবং প্রক্রিয়া নিয়ে এখনও চূড়ান্ত সম্মতি হয়নি। কিছু দল সনদে স্বাক্ষর করার আগে বাস্তবায়ন পদ্ধতির নিশ্চয়তা চাইছে।
এ পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে। এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জুলাই জাতীয় সনদ ৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হচ্ছে। সনদে স্বাক্ষর আগামী ১৭ অক্টোবর হওয়ার কথা। এর চূড়ান্ত খসড়া মঙ্গলবার (১৪ অক্টোবর) দলের কাছে পাঠানো হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি। কমিশনের পক্ষ থেকে পৃথক সুপারিশ দেওয়ার কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি।
কিছু দল, বিশেষত জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখলে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও পাঁচটি ইসলামপন্থি দলও স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ এবং বাসদ (মার্কসবাদী) তাদের মতামত নোট অব ডিসেন্টে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে সনদে স্বাক্ষর করবেন না। গণফোরাম ও গণতন্ত্র মঞ্চের একাধিক দলও স্বাক্ষর না করার পক্ষে অবস্থান নিয়েছে।
বিএনপি সনদের অঙ্গীকার অংশে নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করেছিল, তবে কমিশন তা অন্তর্ভুক্ত করেনি। ৩১ জুলাই সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শেষ হয়। পরে কিছু দলের অনুরোধে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে পুনরায় আলোচনা করা হয় এবং ৯ অক্টোবর গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে একমততা তৈরি হয়। তবে গণভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামি ও এনসিপির মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
ঐকমত্য কমিশন সূত্র জানায়, বুধবার সন্ধ্যার বৈঠকে দলগুলো সনদে স্বাক্ষর করবে কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে সনদ বাস্তবায়নের উপায় নিয়েও নতুন করে আলোচনা হবে। বৈঠকটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে।