হেফাজতে ১৫ সেনা কর্মকর্তা

আসামিরা সাবজেলে থাকবেন কিনা তা ট্রাইব্যুনাল ঠিক করবেন: চিফ প্রসিকিউটর


আসামিরা সাবজেলে থাকবেন কিনা তা ট্রাইব্যুনাল ঠিক করবেন: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। এই প্রেক্ষাপটে সোমবার (১৩ অক্টোবর) এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম বলেন, “যদি সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হয়, তবে তাদের আদালতে হাজির করা বাধ্যতামূলক।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “আসামিরা সাবজেলে থাকবেন কিনা, না কি অন্য কোনো কারাগারে, সেটা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল।”

চিফ প্রসিকিউটর জানান, যেকোনো জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করার এখতিয়ার সরকারের রয়েছে। তবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, কোনো আসামিকে গ্রেপ্তার দেখানোর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ করতে হবে।

সরকারের পক্ষ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা সেনানিবাসের বাশার রোডের উত্তর পাশে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং-৫৪-কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনার প্রজ্ঞাপনের তারিখ ছিল ১২ অক্টোবর (রোববার), যদিও বিষয়টি প্রকাশ্যে আসে পরদিন সোমবার।

এর আগেই সেনা সদর দপ্তর নিশ্চিত করেছিল যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে তারা হেফাজতে নিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×