ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর মিরপুর থেকে নিজের ভোটার ঠিকানা বদলে গুলশানে স্থানান্তর করেছেন।
রবিবার, ১২ অক্টোবর, নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়। কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের অনুমোদনের পর ভোটার এলাকা পরিবর্তনের এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
ইসির এনআইডি ডাটাবেজ অনুযায়ী, ড. ইউনূস এতদিন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। নতুন তথ্য অনুযায়ী, তিনি এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঢাকা-১৭ আসনের গুলশান-২ এলাকার ভোটার।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টা গত ২ ফেব্রুয়ারি লিখিত আবেদন করেন। ১৭ ফেব্রুয়ারি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর আবেদনটি অনুমোদন করেন। এরপর ১৮ ফেব্রুয়ারি তা সংশোধিত আকারে কার্যকর হয়।
আইন অনুযায়ী, একজন নাগরিক যেই এলাকার ভোটার, সেই এলাকায় যেকোনও নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন।