এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:১৮ পিএম, ০৭ অক্টোবর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে তিনি নিজের জীবনের "শেষ সুযোগ" হিসেবে দেখছেন, যার মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান।
মঙ্গলবার, ৭ অক্টোবর, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে এই সংলাপে অংশ নেন সিইসি। অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার ছাড়াও ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, "দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এবার জাতিকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই।"
তিনি আরও বলেন, "আজকে আমরা শুনব যারা নির্বাচন নিয়ে সরাসরি কাজ করেছেন তাদের বক্তব্য। আপনারা জানেন নির্বাচনে কোথায় কোথায় কী কী সমস্যা হয়, কোথায় কোথায় কী কী গ্যাপ রয়েছে। আপনাদের সুচিন্তিত মতামতগুলো বিবেচনা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।"
তিনি জানান, এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবী এবং হাজতিদের ভোটদানের সুবিধার্থে পোস্টাল ব্যালট ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সংলাপে অংশগ্রহণ করেন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, মো. নূরুজ্জামান তালুকদার, মো. শাহেদুন্নবী চৌধুরী, সাবেক উপসচিব মিহির সরওয়ার মোর্শেদ ও মিছবাহ উদ্দিন, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহ আলম, মাহফুজা আক্তার ও মীর মো. শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান।